ভাঁটি রসুলপুর সমাজ কল্যাণ সংস্থা গঠনতন্ত্র


ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  ২০২০ সালে চাঁদপুর জেলা, মতলব উঃ উপজেলা, পূর্ব ফতেপুর ইউনিয়নের, ৬ নং ওয়র্ডে ভাঁটি রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়।

 “ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা” ইংরেজীতে “Vati Rasulpur Social Organization’” নামে অভিহিত হবে।

ভাঁটি রসুলপুর সমাজ কল্যাণ সংস্থা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় সমাজ সেবার সংগঠন। এই সংগঠন প্রবাসী, চাকিরিজীবি, ব্যবসায়ী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে । এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।  

ভর্তি ফি : 

ছাত্রদের জন্য ৫০ টাকা  এবং  প্রবাসী, চাকরিজীবি, ব্যবসায়ীদের জন্য  ১০০ টাকা।

মাসিক ফি : 

ছাত্রদের জন্য ২০ টাকা এবং প্রবাসী, চাকরিজীবি, ব্যবসায়ীদের জন্য  ৫০ টাকা।



এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য

 ০১. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  সমাজের উন্নয়নমৃলক কাজ তথা এলাকার  সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবে।

 ২.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা অন্য়ায়, দূর্নীতি এবং মিথ্য়া দূর করার জন্য কাজ করবে।

 ০৩. এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।

 ০৪. এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে বই বিতরন করা।

০৫. এলাকার সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। 

 ০৬. রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।

 ০৭. “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা। 

 ০৮. সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

০৯. মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।

১০. যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা

 ১১. দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া শীত বস্র বিতরন এবং তহিবল বৃদ্ধি ও সংরক্ষনার্থে দান। 

১২. ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

 ১৩. অসহায় গরিব মেয়েদের বিয়ের ব্য়বস্থা এবং আর্থিক সহযোগিতা করা ।



 সদস্য হবার শর্তাবলী

  ১.ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  সদস্য হবার নূন্যতম বয়স ১২ বছর। ছাত্রদের ক্ষেত্রে সপ্তম শ্রেনী পাস তথা অষ্টম শ্রেনী বা তার অধিক হতে হবে। 

 ২. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।

৩. সদস্যকে অবশ্যই ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।

 ৪. প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক ফি দিতে হবে।

 ৫. যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়।

 ৬. যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।



সদস্য পদ বাতিলের ও_স্থগিতের_নিয়মাবলী

১.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা কোন সদস্য যদি মানসিক ভারসাম্য 

হারান।

২.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা কোন সদস্য যদি একটানা তিন মাসের মাসিক ফি প্রদান না করেন।

 ৩. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে।

 ৪.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা গঠনতন্ত্র ও নিজ স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তার স্বভাব আচার-আচরণ সংগঠনের অ-পরিপন্থী হয়।

 ৫. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা দায়িত্ব ও কর্তব্য যদি যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকর্মণ্য হয়ে পরেন।

৬. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা যে কোন সদস্য পদত্যাগ করিতে চাইলে তিনি সংশ্লিষ্ট কমিটির সভাপতি/সাধারন সম্পাদক এর নিকট পদত্যাগ পত্র পেশ করিবেন। কার্যকরী কমিটির সভায় উহা গৃহিত হইলে উক্ত সদস্যের সদস্য পদ বাতিল হইবে অথবা প্রত্যাহারের অনুরোধ জানানো যাইবে।



অন্যান্য সাংগঠনিক কাঠামো

 ১. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  সকল সদস্যের বিপদ-আপদে সংস্থার নির্বাহী পরিষদসহ সবাই এক অপরের পাশে থাকার চেষ্টা করবে।

২. সকল সদস্য সংগঠনের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে।

৩. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  সকল সদস্যের নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

 ৪.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা কোনো সদস্যের- কোন অভিযোগ, অনুরাগ থাকলে পরামর্শের জন্য কার্যনির্বাহী পরিষদের সাথে যোগাযোগ করতে হবে।

 ৫. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা সদস্যদের মধ্যে কোন অভ্যন্তরীণ কোন্দল থাকা যাবে না, যা সংস্থার বিরূপ প্রভাব ফেলে।

 ৬. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা

 ৭. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা




 বিঃদঃ কার্যনির্বাহী কমিটি বৈঠকের মাধ্যমে গঠনতন্ত্রে সংশোধন আনতে পারবে।

No comments

Powered by Blogger.