ভাঁটি রসুলপুর সমাজ কল্যাণ সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য



 ০১. ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা  সমাজের উন্নয়নমৃলক কাজ তথা এলাকার  সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবে।

 ২.  ভাঁটি রসুলপুর  সমাজ কল্যাণ সংস্থা অন্য়ায়, দূর্নীতি এবং মিথ্য়া দূর করার জন্য কাজ করবে।

 ০৩. এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।

 ০৪. এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে বই বিতরন করা।

০৫. এলাকার সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। 

 ০৬. রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতারি পার্টি আয়োজন করা।

 ০৭. “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা। 

 ০৮. সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

০৯. মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।

১০. যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা

 ১১. দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া শীত বস্র বিতরন এবং তহিবল বৃদ্ধি ও সংরক্ষনার্থে দান। 

১২. ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।

 ১৩. অসহায় গরিব মেয়েদের বিয়ের ব্য়বস্থা এবং আর্থিক সহযোগিতা করা ।

No comments

Powered by Blogger.